• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শরিয়তপুরে ৫০০ স্কুল শিক্ষার্থীদের নিয়ে `জয় বাংলা সমাবেশ` অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১২ পিএম;
শরিয়তপুরে ৫০০ স্কুল শিক্ষার্থীদের নিয়ে `জয় বাংলা সমাবেশ` অনুষ্ঠিত
শরিয়তপুরে ৫০০ স্কুল শিক্ষার্থীদের নিয়ে `জয় বাংলা সমাবেশ` অনুষ্ঠিত

দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধে ও তারুণ্যের শক্তিতে সোনার বাংলা নির্মাণে স্কুল শিক্ষার্থীদের সাথে আলাপন “জয় বাংলা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ জয় বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়।.

এসময় পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহাদ বিন ফারুকসহ কয়েকজন শিক্ষার্থী প্রশ্ন করে বলেন, বাল্যবিয়ে, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকারের কিকি পদক্ষেপ নিয়েছে? আর শরীয়তপুরের জেলা প্রশাসক কি বাস্তবায়ন করছেন?.

এসময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, জঙ্গিবাদ, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন।.

জেলা প্রশাসক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তরুনরাই হবে মূল চালিকাশক্তি। তাই তাদেরকে সকল সামাজিক অপরাধ থেকে দূরে রাখা ও ইতিবাচক কর্মকান্ডে প্রেরণা দানের জন্যই আজকের এ আয়োজন আমরা করেছি।.

এ সময়ে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনের মানুষ অংশগ্রহণ করেন। পরে জাতীয় স্লোগান জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর অডিটোরিয়াম।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ